ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

ভালুকায় মতিউর রহমানের বাগান বাড়ি ও গ্লোবাল সুজ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ

প্রকাশিত: ১৪:২৩, ২২ জুন ২০২৪; আপডেট: ১৪:৩৯, ২২ জুন ২০২৪

ভালুকায় মতিউর রহমানের বাগান বাড়ি ও গ্লোবাল সুজ

এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের গ্লোবাল সুজ লিমিটেড। ছবি: জনকণ্ঠ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় আলোচিত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের গ্লোবাল সুজ লিমিটেড নামে রয়েছে বিশাল এক জুতার ফ্যাক্টরি। গ্লোবাল সুজ লিমিটেডে দেশ-বিদেশি প্রায় চার শত কর্মকর্তা ও কর্মচারী রয়েছে । 

এ ফ্যাক্টরির উৎপাদিত জুতা সারা বিশ্বে রপ্তানি হয় বলে  জানা গেছে। কারখানা, বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি সহ ড. মো. মতিউর রহমানের মোট জমির পরিমাণ ৩০০ বিঘা। 

ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাঝা চেঁচ্চারমোড় থেকে হাতের বাঁ দিকে কিছুটা যাওয়ার পরেই আলোচিত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের বিশাল জুতার কারখানা। কারখানার পাশে রয়েছে বাগানবাড়ি ও বিভিন্ন ফলের বাগান। স্থানীয় বাজার দরে ওই ৩ শত বিঘা জমির দাম প্রায় ১ শত কোটি টাকা। 

ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম ওই জুতার কারখানা ও জমি দেখাশুনা করেন বলে জানা গেছে । 

কারখানার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা জানান, কিছুদিন পর পর এখনে এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমান আসেন। সকালে এসে বিকালে চলে যান।


 

এসআর

×