হতাহতদের উদ্ধারে কাজ করছে আইন শৃঙ্খলাবাহিনী।
বান্দরবানের থানচি সড়কে মালবাহী ট্রাক গভীর খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে থানচির জীবন নগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ায় এখনো হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে বিজিবির টাইলসবাহী একটি বিআরটিসি ট্রাক জীবন নগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চালক নিহত হয় এবং আহত হয় আরো ৩ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, বিজিবির টাইলস নিয়ে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবন নগর নামক এলাকায় বিআরটিসির একটি ট্রাক গভীর খাদে পড়ে চালক নিহত ও ৩ জন আহত হয়েছে। হতাহতদের উদ্ধার কাজ চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআর