পুত্রবধুর লাঠির আঘাতে আহত এক বৃদ্ধা শাশুড়ী হাসপাতালে
স্কুল শিক্ষিকা পুত্রবধুর লাঠির আঘাতে আহত এক বৃদ্ধা শাশুড়ী হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীর অভিযোগে পুলিশ শিক্ষিকাকে থানায় আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলার মহাদেবপুর উক্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপা দত্ত তার বৃদ্ধা শাশুড়ী মাধুবী সেন (৮০)কে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে অযাচিত ভাবে আঘাত করে। এতে বৃদ্ধা শাশুড়ীর নাকের একাংশ কেটে যায়। স্থানীয়রা আহত বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, আহত বৃদ্ধার নাকের ক্ষতস্থানে কয়োটি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।
অভিযুক্ত শিক্ষিকা অনুতপ্ত হয়ে বলেন, পারিবারিক ভুলবোঝাবুঝির কারনে আমাদের মধ্যে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। যা খুবই নেক্কার ও দুঃক্ষজনক ।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে স্কুল শিক্ষিকাকে থানায় ডেকে আনা হয়েছে৷ অলিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এবি