মানচিত্রে রাঙ্গামাটি
রাঙ্গামাটির সাজেকের বাঘাইহাট এলাকায় এলাকার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও ইউ পিডিএফ সংষ্কারের মধ্যে মঙ্গলবার বিকালে গুলি বিনিময় হয়েছে ।
এতে সন্ত্রাসীদের গুলিতে নঈম নামে শান্তি পরিবহণের এক হেলপার নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে। এরা হলো দুলেই চাকমা ও চিক্কো চাকমা। অন্যদের নাম পাওয়া যায়নি।
উভয় সন্ত্রাসী গ্রুফের মধ্যে ঘণ্টা ব্যাপী গুলি বিনিময় হয়েছে বলে এলাকাবাাসী সূত্রে জানা গেছে। ইউপিডিএফ এর রাঙ্গামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা মঙ্গলবার বিকেলের ঘটনায় জন্য দায়ী সন্ত্রাসীদের বিচার দাবি করে তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।
এই ঘটনার প্রতিবাদে সাধারণ জনগণ বিক্ষুদ্ধ হয়ে সাজেক পর্যটন সড়ক ও বাঘাইহাট বাজারে বিক্ষোভ প্রদর্শন করেছেন। নিহত হেলপারের বাড়ি চট্টগ্রামে ফটিকছড়ির নাজিরহাটে। পুলিশ ঘটনার কথা স্বীকার করেছে।
এসআর