ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ

১৪ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২৩:২৮, ১২ জুন ২০২৪

১৪ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর রাজাখালী খালে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস

কর্ণফুলী নদীসংলগ্ন রাজাখালী খালে নিখোঁজের ১৪ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অকুস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খাল হতে শিশুটির লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার সকালে আনুমানিক ৮ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করার কথা জানান সিএমপির বাকলিয়া
থানার ওসি আফতাব হোসাইন। 
গত মঙ্গলবার বিকেল ৪টার পরে নতুন ফিসারি ঘাট সংলগ্ন রাজখালী খালের অপরপ্রান্তে স্লুইসগেট সংলগ্ন স্থানে সাঁতার কাটার সময় দুই শিশু তলিয়ে যায় বলে দাবি করে স্থানীয়রা। তবে দুইজন না একজন শিশু এ নিয়ে বিভ্রান্তি রয়েছে পুরো এলাকায়। 
বাকলিয়া থানা পুলিশ জানায়, রাজাখালী ১৪ নম্বর গলির খালে ওই শিশুর লাশ আটকে ছিল। সকালে লাশটি ভাসতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা উদ্ধার করে। তবে লাশটির পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। শিশুটির অভিভাবকের খোঁজও মেলেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৮টা পর্যন্ত খালে ৫ সদস্যের ডুবুরি দল তল্লাশি চালিয়েছে। কিন্তু কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। সকাল ৬টার দিকে খবর পেয়ে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে ঘটনার পরপর স্থানীয় লোকজন কখনো দুই জন আবার কখনো বা একজন শিশু নিখোঁজের কথা বলেছিল। এখনো পর্যন্ত আমরা আদৌ কয়জন তলিয়ে গেছে এ নিয়ে নিশ্চিত হতে পারিনি। তবে একজনের লাশ উদ্ধার হয়েছে। 
স্থানীয়রা জানিয়েছে, একজন পানিতে তলিয়ে যাওয়ার পর আরেকজন শিশু তাকে উদ্ধারে এগিয়ে গিয়েছিল। পরে সেও তলিয়ে যায়। আবার অনেকে বলছেন, একজন উঠতে পেরেছে। তবে স্থানীয় বস্তির কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, একজন শিশু তলিয়ে যাওয়ার খবর পেয়ে বাহদুর নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করতে গিয়েও ব্যর্থ হন।

×