ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩১, ১২ জুন ২০২৪

যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকার তিশা পরিবহন নামের এক যাত্রীবাহী চলন্ত বাসে হঠ্যাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় টোলপ্লাজা এলাকা জুড়ে আতস্ক বিরাজ করছে। 

বুধবার দুপুর ১২টার দিকে মেঘনা টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে তিশা পরিবহনে এ আগুনের ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম সাংবাদিকদের বলেন, মেঘনা টোল প্লাজায় দুপুরের দিকে তিশা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে আগুন লাগে। এ পরিবহনটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকায় যাচ্ছিল। এসময় বাসটি মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সকল যাত্রী বাস থেকে নেমে যান। এতে কেউ হতাহত হননি। 

তিনি আরোও জানান , ধারণা করা হচ্ছে যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করার কারণে প্রচন্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, চালকসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কোনো যানজট হয়নি।
 

 

শহিদ

×