ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৯, ১১ জুন ২০২৪

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বকেয়া বেনতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা

বন্দরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টোটাল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।

এতে মহাসড়কের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বন্দর থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে বকেয়া পরিশোধের আশ^াস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের গত মাসের বেতন ও ঈদের বোনাস এখনো পরিশোধ করা হয়নি। বেতন-বোনাস চাইলে মালিকপক্ষ গড়িমসি করেন। এ বিষয়ে বন্দর থানার ওসি বলেন, একমাসের বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে অবস্থান করেছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, বুধবার তাদের বেতন ও বোনাস পরিশোধ করে দেবেন।

×