শিক্ষকদের কাউকে স্কুলে না পেয়ে একপর্যায়ে বাড়ি ফিরে যায় শিক্ষার্থীরা
কোনো রকমের নোটিশ ছাড়া দুপুর ১২টা পর্যন্ত শিক্ষকদের কেউই স্কুলে না আসা ও স্কুল তালাবদ্ধ রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস আজ মঙ্গলবার বিকেলে জনকণ্ঠকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল আরও জানিয়েছেন, স্কুল বন্ধ থাকার ঘটনায় দায়ী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। পাশাপাশি সহকারী শিক্ষক হারুন অর রশিদ স্থানীয় এক সাংবাদিক ও প্রধান শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করার দায়ে তার বিরুদ্ধে পৃথক ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উল্লেখ, গতকাল সোমবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুপুর ১২টা পর্যন্ত তালাবদ্ধ থাকে এবং শিক্ষকদের কাউকে স্কুলে না পেয়ে একপর্যায়ে বাড়ি ফিরে যায় শিক্ষার্থীরা। বিষয়টি নজরে আসায় ফেসবুক লাইভ করেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী।
এবি