সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাছ ধরতে গিয়ে জেলে নিহত
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঘুর্ণিঝড় রেমালের তান্ডবের সময় হাওরে মাছ ধরতে গিয়ে ফিরোজ মিয়া নামে এক জেলের মৃত্যু হয়েছে। ২৮ মে (মঙ্গলবার) সকাল ৮ টায় উপজেলার বাহাড়া ইউনিয়নের শাল্লা ব্রিজ সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে। তিনি ঘুঙ্গিয়ারগাঁও কলেজ রোডের বাসিন্দা মৃত সিপাই মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলার বাহাড়া ইউনিয়নের শাল্লা ব্রিজ সংলগ্ন হাওরে ফিরোজ মিয়া মাছ ধরতে যান। এসময় ঘুর্ণিঝড় রেমালের তান্ডব ছিল। চারিদিকে প্রচন্ড ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টি ছিল। ধারণা করা হচ্ছে রেমালের ঝড়ো বাতাসের তাণ্ডবে হয়তো পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা ফিরোজ মিয়াকে দেখতে পেয়ে সকাল ১০ টার দিকে উদ্ধার করে শাল্লা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) যিশু দত্ত জানান, হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পরে ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শাল্লা হাসপাতালে লাশের সুরতহাল করা হচ্ছে বলে তিনি জানান।
এবি