ডাকাতিকালে মূল্যবান জিনিস না পেয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়িতে ডাকাতিকালে মূল্যবান জিনিস না পেয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা চিহ্নিত অপরাধী ও একাধিক মামলার আসামি। তারা ডাকাতি পেশাকে আড়াল করতে ছদ্মবেশে বিভিন্নসময় নারায়ণগঞ্জের ভুলতা-গাউসিয়া এলাকায় বাসের সহকারীর কাজ, রিকশা ও অটোরিকশা চালাতেন।
তবে ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি তাদের। র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১ এর একটি আভিযানিক দল রোববার রাতে আড়াইহাজারসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ডাকাত দলের সর্দারসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন : বিদেশ ভ্রমণের লোভ দেখিয়ে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতো নিউটন
গ্রেফতারকৃতরা হলেন- ডাকাত দলের সর্দার মো. আব্দুল্লাহ, তার সহযোগী মো. মতিন, চান মিয়া ও মো. আয়নাল। তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোনসহ একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি শাবল, একটি দা, দুটি রামদা ও ডাকাতির কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ একটি ডাকাত চক্র। এ চক্রের মূলহোতা আব্দুল্লাহ। চক্রে ১০/১২ জন সদস্য রয়েছে। আব্দুল্লাহর নেতৃত্বে তারা এক থেকে দুই বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
এবি