ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

বিজয়ী ও পরাজিত সমর্থকদের সংঘর্ষ, সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ 

প্রকাশিত: ১৭:৪০, ১৬ মে ২০২৪

বিজয়ী ও পরাজিত সমর্থকদের সংঘর্ষ, সড়ক অবরোধ

সড়ক অবরোধ

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে মোঃ অসিকুল ভূইয়া নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচার দাবি জানিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের বাসিন্দারা। মহাসড়ক অবরোধকালে দোষীদের গ্রেফতার করা না হলে আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলেও বিক্ষোভকারীরা সমাবেশে ঘোষণা দিয়েছে। 

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের চন্দ্রদিঘলীয়া বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বলিয়ে এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে তারা এসব কর্মসূচী পালন করে। এসময় মহাসড়কের ওই এলাকায় সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। 

এর আগে বুধবার দুপুরে নিহতের স্বজনরা ও পরাজিত প্রার্থীর বিক্ষুব্ধ সমর্থকরা গোপালগঞ্জ হাসপাতাল মর্গ থেকে অসিকুলের লাশ নিয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেচানিয়াকান্দি এলাকায় গিয়ে টায়ার জ্বালিয়ে দু’ ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এবং সেখানে অসিকুলের লাশ সামনে রেখে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে। 

এরও আগে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাজার এলাকায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি এবং বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন লিমন ভূঁইয়া, মেহেদী ও মোঃ অসিকুল ভূইয়াসহ ৫ জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ অসিকুল ভূইয়াকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অসিকুলের লাশ মর্গে পাঠায়। 

এব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান জানিয়েছেন, চন্দ্রদিঘলীয়ায় সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তারপরও সংঘর্ষের ঘটনায় যে অস্ত্র ব্যবহৃত হয়েছে বা যারাই অস্ত্র ব্যবহার করেছে সেগুলো পুলিশ সন্ধান করছে। অভিযোগ পেলে পুলিশের কাজ করতে সহজ হবে।

উল্লেখ্য, গত ৮ মে অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩১ হাজার ৩ শ’ ৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন কামরুজ্জামান ভূইয়া লুটুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি এম লিয়াকত আলী পান ২৯ হাজার ৮ শ’ ৬৪ ভোট। 
 

 

শহিদ

×