ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পায়রায় প্রথম ভিড়ল পাথর বোঝাই মাদার ভেসেল, নতুন দিগন্তের সূচনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১১:২১, ১৬ মে ২০২৪

পায়রায় প্রথম ভিড়ল পাথর বোঝাই মাদার ভেসেল, নতুন দিগন্তের সূচনা

জাহাজ।

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় প্রথম টার্মিনালে পরীক্ষামূলকভাবে পাথরবাহী ‘এমভি জেইন’  নামের একটি মাদার ভেসেল ভিড়েছে। ৫০ হাজার ৫০০ মেট্রিকটন পাথর বোঝাই ১২ মিটার ড্রাফটের পানামার পতাকাবাহী জাহাজটি এই প্রথম পায়রার নিজস্ব জেটিতে ভিড়ল। 

জাহাজটি দুবাই এর ফুজারা বন্দর থেকে ১০ মে পায়রার আউটার এঙ্কোরেজে পৌছায়। এরপর থেকে কার্গো ডিজচার্জিং কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের মধ্য দিয়ে পায়রায় সূচিত হলো নতুন এক অধ্যায়। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। দুই-তিন মাস পরে প্রথম টার্মিনাল আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। 

তবে পাথরবাহী জাহাজ এমভি জেইন পায়রার নিজস্ব প্রথম টার্মিনালের জেটিতে নোঙর করার মধ্য দিয়ে বন্দরের রাজস্ব আহরণে নতুন দ্বার উন্মোচিত হলো। পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান এসব খবর নিশ্চিত করেছেন। 

প্রথম টার্মিনালে মাদার ভেসেল সরাসরি ভিড়তে পারা এবং পণ্য খালাসের খবরটি এখন এখানকার আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। জাহাজটিতে আনা পাথর প্রথম টার্মিনাল নিমার্ণ কাজে ব্যবহৃত হচ্ছে।

 এসআর

×