ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৮, ৮ মে ২০২৪

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু

ভোরে কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি করে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক মারা গেছেন।  বুধবার (৮ মে) ভোরে তেঁতুলিয়ার ক্ষয়ঘট পাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রহ্মতল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

আরও পড়ুন : বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

বিজিবি ও স্থানীয়রা জানান, ভোরে কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি করে। পরে মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতের নাম পরিচয় পাওয়া গেছে। তবে পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×