রাঙামাটিতে পাহাড় ধস
রাঙামাটির দীঘিনালা-মারিশ্যা সড়কের দুই টিলা নামক স্থানে বৃষ্টিপাতের কারণে পাহাড় থেকে বড় বড় পাথর ধসে আজ শুক্রবার সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। বৃষ্টির পর রাত ১১টার দিকে দীঘিনালা-মারিশ্যা সড়কের দুই টিলা নামক স্থানে বড় বড় পাথর ধসে পড়ে। এতে সড়কের উভয় দিক সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের লোকজন ও সেনাবাহিনীর সদস্যরা সড়ক থেকে পাথরগুলো সরানোর চেষ্টা চালাচ্ছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার গণমাধ্যমকে জানান, সড়কে পাহাড় থেকে বড় বড় পাথর ধসে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। অল্প সময়ের মধ্য যানবাহন চলাচল শুরু করা হবে।
বারাত