ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাবাকে খাবার দিতে গিয়ে আর ফিরল না মেয়েটি, মরদেহ মিলল নদীতে

প্রকাশিত: ১১:২৩, ৩ মে ২০২৪

বাবাকে খাবার দিতে গিয়ে আর ফিরল না মেয়েটি, মরদেহ মিলল নদীতে

মরদেহ মিলল নদীতে

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর নবগঙ্গা নদী থেকে সুফিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু সুফিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার শেখের মেয়ে। সে বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

নিহতের স্বজনরা জানান, বুধবার (১ মে) কাঞ্চনপুর গ্রামের মিকালইলের সুপার ব্রিকস ইটভাটায় তার বাবাকে ভাত দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় সুফিয়া। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি, তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বারাত

×