ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কক্সবাজারে বজ্রপাতে দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৪:৩৮, ২ মে ২০২৪

কক্সবাজারে বজ্রপাতে দুই জনের মৃত্যু

বজ্রপাত। 

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণচাষির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোরে রাজাখালীর ছড়িপাড়া ও মগনামা কোদাইল্লাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ার জামাল হোসেনের ছেলে মো. আরাফাত (১৭) ও মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া এলাকার জমির হোসেনের ছেলে মো. দিদার হোসেন (২৫)।

আরও পড়ুন : তীব্র গরমে অবশেষে স্বস্তির বৃষ্টি

নিহতের স্বজনদের বরাত দিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, ‘পেকুয়ায় ভোর ৪টার দিকে বজ্রপাত হয়। এ সময় বৃষ্টি আসার সম্ভাবনা দেখে ঘর থেকে বের হয়ে লবণ মাঠে যান চাষি মো. আরাফাত ও মো. দিদার হোসেন। পরে লবণ মাঠে গিয়ে লবণ সংরক্ষণ করতে গিয়ে বজ্রপাতে দুই চাষির মৃত্যু হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে নিহতদের দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন,‘বজ্রপাতের সময় চাষিদের নিরাপদ আশ্রয় থাকার জন্য নানা নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য জনপ্রতিনিধিরাও মানুষজনকে সচেতন করছেন। 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×