সাত খুনের মামলার বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানিয়ে মানববন্ধন
নারায়ণগঞ্জে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সাত খুনের মামলার সাজার রায় দ্রুত কার্যকর করার দাবিতে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন সর্বস্তরের আইনজীবীবৃন্দ ও নিহত পরিবারের সদস্য বর্গ। রবিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মামলাটির নিম্ন আদালতের বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাত খুনে নিহত জাহাঙ্গীরের সহধর্মিণী নূপুর আক্তার ও নিহত আইনজীবী চন্দন সরকারের ভাগ্নে প্রিয়তম কুমার দেব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাত খুনের ঘটনাটি একটি নৃশংস হত্যাকান্ড। এ খুনের ঘটনায় সাতটি তাজা প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। সেই হত্যাকান্ডের যে রায় হয়েছে, তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তা দ্রুত নিষ্পত্তি করে রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।