ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কক্সবাজার বিমানবন্দরে ৪৫০ গ্রাম স্বর্ণসহ যুবক আটক

সংবাদদাতা, কক্সবাজার 

প্রকাশিত: ২০:০০, ২৮ এপ্রিল ২০২৪

কক্সবাজার বিমানবন্দরে ৪৫০ গ্রাম স্বর্ণসহ যুবক আটক

আটককৃত যুবক বিমল ধর

কক্সবাজার বিমানবন্দরে  ৪৫০ গ্রাম (আনু) স্বর্ণসহ একজন যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআসআই।

রবিবার (২৮ এপ্রিল)  কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা৷ হয়। আটককৃত ব্যক্তি হলেন, কক্সবাজার সদরের ঘোনার পাড়া এলাকার বিমল ধরের ছেলে রুবেল ধর।

গোয়েন্দা সংস্থা এনএসআই জানায়, রবিবার বেলা ১ টা ২০ মিনিটের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট যোগে ঢাকা হতে কক্সবাজার আসেন ওই যাত্রী। তার কাছে অবৈধ স্বর্ণ থাকার খবর পেয়ে তার সাথে থাকা লাগেজ  বিমানবন্দরের স্ক্যানারে স্ক্যান করলে অলংকার সদৃশ বস্তু দৃশ্যমান হয়। পরবর্তীতে লাগেজ তল্লাশি করলে আনুমানিক ৪৫০ গ্রাম স্বর্ণ ও কিছু রূপা পাওয়া যায়। 

উল্লেখ্য, ওই ব্যক্তি গত শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের সময় সৌদিআরবের দাম্মাম শহর হতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগে (ফ্লাইট নং BG 350) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগমন করেছিলেন। 

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন এর মাধ্যমে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শহিদ

সম্পর্কিত বিষয়:

×