ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কেন চোখে কালো কাপড় বেঁধে সড়কে ৫ম শ্রেণির শিক্ষার্থী? 

প্রকাশিত: ১২:৫৩, ২২ এপ্রিল ২০২৪

কেন চোখে কালো কাপড় বেঁধে সড়কে ৫ম শ্রেণির শিক্ষার্থী? 

স্কুল শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া। টেলিভিশন সংবাদে প্রায়ই দেখে সড়ক দুর্ঘটনার সংবাদ। এ বিষয়ে কথা বলতে চাইলে কেউই গুরুত্ব দেয় না তাকে। তাই একাই গড়ে তলে আন্দোলন। 
 
সংবাদ থেকে তার কানে আসে হতাহতের স্বজনের আহাজারি ও আর্তনাদের ভাষা। এতে মন কাঁদে ছোট্ট মেয়েটিরও। কয়েকদিন আগে রাস্তায় তার বাবার এক বন্ধুর মৃত্যুর খবরও দেখেছে সে। সাম্প্রতিক কিছু ঘটনা তার মনে অনেক দাগ কাটে। গতকাল (রবিবার) কালো কাপড়ে চোখ বেঁধে সড়কে দেখা যায় এই শিশুকে। আকুতি জানায়, বাঁচার মতো বাঁচার।

সারাদেশে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছিল সারাদেশে। কোথাও কোথাও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়। এই কাঠফাটা রোদে সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের তাজের মোড় ও ব্রিজের মোড় সড়কে দেখা যায় ফাতেমাকে। কালো কাপড়ে দুই চোখ আড়াল করে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে হাঁটছিল, আর দু’পাশ দিয়ে চলাচল করছিল বিভিন্ন যানবাহন। তার প্ল্যাকার্ডে লেখা ছিল– 'সড়কে নিরাপত্তা চাই, বাঁচার মতো বাঁচতে চাই, দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন প্রয়োগ চাই।' 

তার এই একক আন্দোলন দেখে অনুপ্রাণিত হয়েছেন অন্য পথচারীসহ স্থানীয়রা। তারা মেয়েটিকে স্বাগত জানিয়েছেন এবং তার দাবির সঙ্গে ঐকমত্য পোষণ করেছেন।

শহরের চকবাড়িয়া এলাকার পথচারী সাহেব আলী বলেন, ‘আমরা আসলে সড়কে কেউ নিরাপদ নই। বাসা থেকে বের হলে সুস্থভাবে নিরাপদে ফিরতে পারব কিনা– তার কোনো নিশ্চয়তা নেই। এ অবস্থায় ছোট্ট শিশুর এমন উদ্যোগ সত্যিই আমাদের মুগ্ধ করেছে। সবাই সোচ্চার হলে সড়ক নিরাপদ হবেই।’

শিলা 

×