ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিয়ে বাড়ি যাওয়ার পথে অটোভ্যান খাদে, যুবক নিহত

প্রকাশিত: ১৮:১৭, ১৪ এপ্রিল ২০২৪

বিয়ে বাড়ি যাওয়ার পথে অটোভ্যান খাদে, যুবক নিহত

নিহত নিরব মাদবর 

শরীয়তপুরে নববর্ষের দুপুরে বিয়ে বাড়ি যাওয়ার পথে অটোভ্যান খাদে পড়ে নিরব মাদবর (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রবিবার (১৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের চর চিকন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে এক আত্মীয়র বিয়েতে অংশগ্রহণ করতে ব্যাটারিচালিত অটোভ্যানে করে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়ি আবুড়া হতে জাজিরা উপজেলার গঙ্গানগর এলাকায় যাচ্ছিলেন নিরব। এ সময় তারা চর চিকন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানকে সাইড দিতে গেলে অটোভ্যানটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন নিরব।

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

শহিদ

×