ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঈদে শ্বশুর বাড়িতে দাওয়াত না দেওয়া যুবকের আত্মহত্যা 

নিজস্ব সংবাদদাতা, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৩, ১২ এপ্রিল ২০২৪

ঈদে শ্বশুর বাড়িতে দাওয়াত না দেওয়া যুবকের আত্মহত্যা 

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শ্বশুর বাড়িতে ঈদের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বিরোধে হৃদয় শেখ (২৩) নামে এক যুবক আত্নহত্যা করেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার পুরা গ্রাম থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত হৃদয় শেখ ওই গ্রামের বাদশা শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, হৃদয়ের শ্বশুরবাড়ি থেকে ঈদের দাওয়াত না দেওয়ায় হৃদয় শেখের মা হাসিনা বেগম ও তার বউ স্বপ্না বেগমের ঝগড়া হয়। এতে হৃদয় শেখ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। যুবকের মরদেহ।পরদিন সকালে বাড়ির পাশে আজাহার খানের অনাবাদী জমিতে হৃদয় শেখের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে স্থানীয় পল্লী চিকিৎসক আবুল কালাম তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদরের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোটে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে।

এসআর

সম্পর্কিত বিষয়:

×