ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অনুষ্ঠান দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন জনের

নিজস্ব সংবাদদাতা, মাগুরা 

প্রকাশিত: ১০:০৬, ৩০ মার্চ ২০২৪

অনুষ্ঠান দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন জনের

হাসপাতালে স্বজনদের ভিড়। 

মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের ছয়ঘরিযা হাজামতলা নামস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ার নিতাই দের স্ত্রী নিরুপমা দে ( ৪৬) , একই গ্রামের নারাযন দের স্ত্রী পুষ্প দে ( ৪২) ও একই এলাকার মদু শিকদার (৫২) । 

তাদের গুরুতর আহত অবস্থায় মাগুরা হাসাপালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

পুলিশ সুত্রে জানাযায় , রাতে মাগুরার মহানামযঞ্জ অনুষ্ঠান দেখে ফেরার মহেন্দ্র করে পথে জেলার শালিখার মাগুরা-যশোর  ভায়া আড়পাড়া সড়কের ছয়ঘরিযা হাজামতলা নামস্থানে মহন্দ্রে কে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে। আহতদের  যশোরের  বাঘারপাড়া ও যশোর সদর হাসপালে ভর্তি করা হয়েছে। 

মাগুরা শালিখা থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর  জানান, রাতে মাগুরার মহানামযঞ্জ অনুষ্ঠান দেখে ফেরার এই দূর্ঘটনা ঘটে। লাশ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 

এসআর

×