গ্রেপ্তার আলম শেখ।
তথ্য প্রযুক্তির সহায়তায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলম শেখকে গ্রেপ্তার করেছে মাগুরা পুলিশ। বুধবার (২৭ মার্চ) যশোর হকার্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘ চার বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, বুধবার বিকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) এর নেতৃত্বে যশোর শহরের পৌর হকার্স মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলম শেখের বাড়ি মাগুরা শালিখা উপজেলার মধ্যপাড়ায়। তার পিতার নাম নওশের আলী।
মাগুরা জেলার আতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, আলম শেখকে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এর আগে নড়াইল অতিরিক্ত দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
এম হাসান