নৌবাহিনীর জাহাজসহ দেশের বিভিন্নস্থানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়
নৌবাহিনী ও কোস্ট গার্ডের দুটি যুদ্ধের জাহাজ উন্মুক্ত করে রাখা হয়েছে জনসাধারণের জন্য। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলার দিগরাজ নৌঘাঁটিতে যুদ্ধজাহাজ ‘বানৌজা তুরাগ’ এবং বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ‘বিসিজিএস মুনসুর আলী’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পান দর্শনার্থীরা। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা নৌবাহিনীর জাহাজ বানৌজা তুরাগ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।