পাঁচ টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে
পঞ্চগড় জেলার বোদা বাজারে পাঁচ টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে বেগুন কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হয়েছে। এমন দরপতনে চাষিদের মাঝে হতাশা বিরাজ করছে।
শনিবার বোদা বাজার ঘুরে দেখা যায়, আলু, পেঁয়াজ, রসুন-আদা ছাড়া অন্যসব সবজির বাজার নিুমুখী। কিছু দিন আগে যে লাউ ৩০-৪০ টাকায় বিক্রি হয়েছে, সেই লাউ এখন পাঁচ টাকায় বিক্রি হচ্ছে। লালশাক, ডাঁটাশাক, পুঁইশাক, লাউশাকসহ অন্যসব শাকসবজির দাম অর্ধেকের বেশি কমেছে।
বোদা পৌরসভার সাতখামার গ্রামের লাউ ও বেগুন চাষি জালাল উদ্দীন জানান, শনিবার বোদা বাজারে লাউ পাঁচ টাকা পিচ ও বেগুন পাঁচ টাকা কেজি দরে বিক্রি করেছি। কৃষকরা ফসলের ন্যায্যমূল্য না পেলে অনেকে আর শাকসবজি চাষ করবে না। শাকসবজি ব্যবসায়ীরা বলেন, বাজারে শাকসবজির আমদানি প্রচুর হওয়ায় দাম কমেছে।
বারাত