ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জৈন্তাপুরে পিকআপ ভ্যান-লেগুনা সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

প্রকাশিত: ১৭:১৩, ১৮ মার্চ ২০২৪

জৈন্তাপুরে পিকআপ ভ্যান-লেগুনা সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

পিকআপ ভ্যান-লেগুনা সংঘর্ষ

সিলেটের জৈন্তাপুরে পিকআপ ভ্যান-লেগুনা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সিলেট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- জৈন্তাপুরের ঠাকুরের মা‌টি গ্রামের মঙ্গলী পাত্র (৩৫), সা‌বি‌ত্রী পাত্র (৩৫), সু‌চিত্রা পাত্র (৩৫) ও ঋতু পাত্র (৮)।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বললে তারা সড়ক থেকে সরে যান।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে লেগুনা ও গরুসহ এক‌টি পিকআপ আটক করা হয়েছে। বর্তমানে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রয়েছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×