ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

সবচেয়ে বেশি ও কম সময় ধরে রোজা রাখবেন যে দেশের মানুষ 

প্রকাশিত: ১১:০৮, ১২ মার্চ ২০২৪

সবচেয়ে বেশি ও কম সময় ধরে রোজা রাখবেন যে দেশের মানুষ 

এবারের রমজানে নিউজিল্যান্ডে রোজা রাখার সময় সবচেয়ে কম।

বছর ঘুরে আবারো এলো মাহে রমজান। সোমবার (১১ মার্চ) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে শুরু হয়েছে পবিত্র রমজান। 

আর বাংলাদেশ, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বহু দেশে আজ মঙ্গলবার (১২ মার্চ) রমজান শুরু হয়েছে। তবে সোমবারেও (১১ মার্চ) দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ নিউজিল্যান্ডে রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

সোমাবার নিউজিল্যান্ডে চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার (১৩ মার্চ) থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। অর্থাৎ সৌদি আরবের থেকে দুদিন পর নিউজিল্যান্ডে রোজা শুরু হচ্ছে।

এবারের রমজানে নিউজিল্যান্ডে রোজা রাখার সময় সবচেয়ে কম। সেখানকার মুসলিমরা গড়ে প্রতিদিন ১২ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখবেন।

আর সবচেয়ে বেশি সময় রোজা পালন করবেন গ্রিনল্যান্ডের বাসিন্দারা। ১৭ ঘণ্টা ২৬ মিনিট রোজা রাখতে হবে তাদের।

এবি 

×