ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ১১:৪৭, ৪ মার্চ ২০২৪; আপডেট: ১১:৫১, ৪ মার্চ ২০২৪

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাইবান্ধায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী হয়েছেন। গতকাল রবিবার (৩ মার্চ)  রাত সাড়ে সাতটার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের নরশতপুর এলাকায় এ দূঘর্টনা ঘটে। নিহতরা হলেন, ফুলছড়ি উপজেলার দক্ষিন উদাখালী গ্রামের সেলু শেখের ছেলে ফরিদ শেখ (২৬), সাঘাটা উপজেলার ভরতখালীর পোড়া গ্রামের মজিদুলের ছেলে মতিন মিয়া (২৫)। 

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে দুই জন বাদিয়াখালী থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে সাতটার দিকে সাঘাটা-গাইবান্ধা সড়কের নরশতপুর এলাকার তেলে পাম্পে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ধান ভর্তি ট্রাক সামনের দিক দিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুন : বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী

গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জনকণ্ঠকে বলেন, ঘটনা শোনার সাথেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
 

এবি 

সম্পর্কিত বিষয়:

×