ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

হামলা নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ৩ মার্চ ২০২৪

হামলা নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

হামলা, নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, হামলা এবং জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে চেচানিয়াকান্দি হরিচাঁদ-গুরুচাঁদ সেবা সংঘের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গোপালগঞ্জ সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস সবুজ, সাবেক ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস খোকন, পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মনীন্দ্রনাথ বাড়ৈ, যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, গোপালগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, হরিচাঁদ গুরুচাঁদ সেবাসংঘের প্রতিষ্ঠাতা সুবল রায়, খ্রিস্টান লীগের সাবেক সভাপতি ডেভিড বৈদ্য, হিন্দু ছাত্র মহাজোট নেতা চন্দন মন্ডল, সংখ্যালঘু নেতা টিটো বৈদ্য, বিদূর কান্তি বিশ্বাস, লতি ঘোষ, প্রমুখ বক্তব্য রাখেন।

×