ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

রামগঞ্জে ফসলি জমির মাটি লুট

নিজস্ব সংবাদদাতা, রামগঞ্জ, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

রামগঞ্জে ফসলি জমির মাটি লুট

তিন ফসলি জমির মাটি কেটে তৈরি করা হচ্ছে পুকুর

রামগঞ্জে নির্বিচারে ফসলি জমি উজাড় করে মাটি কাটার মচ্ছব চলছে। ইটভাঁটির মালিক ও মাটি ব্যবসায়ীদের এসব কাজে অবৈধ মুনাফার জন্য সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ নেতারা। পরিবেশ আইন অমান্য করে মাটি কাটার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন রহস্যজনক কারণে নীরব। যেন দেখার কেউ নেই।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে এক্সকাভেটর দিয়ে আবাদি জমিতে পুকুর খনন ও উপরিভাগের মাটি কেটে শতাধিক ট্রাক্টর দিয়ে নিচ্ছে বিভিন্ন ইটভাঁটিতে। এভাবে জমির মাটি কাটার ফলে আবাদি জমির উৎপাদন হ্রাস পাচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে মাটির জৈব গুণাগুণ। নিচু হয়ে যাচ্ছে কৃষিজমি। এতে জলাবদ্ধতাসহ নানা সমস্যায় ভারসম্য হারাচ্ছে পরিবেশ।  
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ ইকবাল বলেন, পরিবেশ আইন অনুযায়ী, কৃষিজমির মাটি কাটা দ-নীয় অপরাধ। এ ব্যাপারে অভিযান অব্যাহত আছে। অভিযোগ পেলে, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

×