ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

তিন গ্রামের মানুষের ভরসা ভাঙা কাঠের পুল

নিজস্ব সংবাদদাতা, মোরেলগঞ্জ, বাগেরহাট

প্রকাশিত: ২২:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

তিন গ্রামের মানুষের ভরসা ভাঙা কাঠের পুল

 তিন গ্রামের মানুষের চলাচলের ভরসা ভাঙ্গা কাঠের পুল

মোরেলগঞ্জে তিন গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা একটি ভাঙা কাঠের পুল। দীর্ঘ এক বছর ধরে ৬ হাজার মানুষের অভাবনীয় দুর্ভোগ। বৃদ্ধ, শিশু শিক্ষার্থীরা পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনার  শিকার হচ্ছে। স্থানীয়দের দাবি এখানে একটি নতুন  ব্রিজ নির্মাণের। জিউধরা ইউনিয়নের চেয়াম্যান জাহাঙাগীর আলম বাদশা বলেন, ইউনিয়ন পরিষদের অল্প পরিসরের বরাদ্দ দিয়ে দুইবারই মেরামত করা হয়েছিল।

টিআর এর মাত্র ৫০ হাজার টাকা বরাদ্দে একজন মেম্বারের পক্ষে কতটুকু কাজ করা সম্ভব  তাও আবার ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে অবশিষ্ট টাকা দিয়ে কাজ করাতে হয়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, মাদ্রাসা বাজার হয়ে ফুলহাতা বাজার অভিমুখী কার্পেটিং ও হেরিংবন্ড এর দুটি রাস্তার কাজ চলমান রয়েছে এরই মধ্যে গোলবুনিয়া সংযোগ খালের ওপরে একটি ব্রিজ নির্মাণেরও প্রস্তাবনা দেওয়া হয়েছে।

×