ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

কলাপাড়ায় ধসে পড়ল ঝুঁিকপুর্ণ আয়রন ব্রিজ

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২২:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

কলাপাড়ায় ধসে  পড়ল ঝুঁিকপুর্ণ  আয়রন ব্রিজ

.

বড়হরপাড়া খালের ওপর পুরনো একটি আয়রন ব্রিজ ধসে পড়েছেরবিবার বেলা ১১টার দিকে ব্রিজটি ধসে পড়েছেস্থানীয়ভাবে এটিকে সাধুর ব্রিজ বলা হয়মাল বোঝাই একটি পিকআপ ব্রিজটিতে উঠলে ধসে খালে পড়ে যায়তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনিব্রিজটি ধসে পড়ায় ওই পথে গঙ্গামতি ও মিশ্রিপাড়ায় চলাচলকারী পর্যটকসহ সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেনস্থানীয়রা জানান, অন্তত ২০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ওই ব্রিজটি নির্মাণ করেদুই বছর আগেই ব্রিজটির জীর্ণদশা হয়আয়রন স্ট্রাকচারে জং ধরে গেছে

জোড়াতালি দিয়ে যোগাযোগ সচল ছিলপ্রতিদিন পর্যটক ছাড়াও লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া, বড়হরপাড়া, পৌরগোজাসহ পাঁচ গ্রামের মানুষ চলাচল করতমাদ্রাসা-স্কুলের ছাত্রছাত্রীরা ব্যবহার করতস্থানীয়দের দাবি দ্রুত ব্রিজটি মেরামত করে যোগাযোগ সচল করা হোক

×