ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিহত নৈশপ্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা কৃষি ব্যাংকের নৈশপ্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদের (২০) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার সকালে উপজেলার গজরা ইউনিয়নের গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ। 

নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা গ্রামের ছামাদ সরকারের ছেলে।

সাজ্জাদের ফুফু রহিমা বেগম ওই ব্যাংকে রান্না-বান্নার কাজ করত। তিনি জানান, রান্না–বান্নার একপর্যায়ে সাজ্জাদ রাতের ডিউটি শেষে বাড়ি না ফেরার খবর পেয়ে খুঁজতে থাকে। পরে ব্যাংকের ছাদে তাকে হাত-পা বাঁধা দেখতে পায়। 

মা শিরিন বেগম জানান, দুই মাস হলো ব্যাংকে চাকরি করছে। মাত্র এক মাসের বেতন পেল। প্রতিদিন বিকালে আসে আর সকালে বাসায় ফেরে। তাদের কোনো শত্রু নেই। কে তার ছেলেকে মেরেছে, তাদের বিচার চান তিনি।

কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল এই হত্যাকাণ্ডের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে নারাজ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ হোসেন জানান, তদন্ত কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল খায়রুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এস

×