ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ট্রলিকে ধাক্কা দিয়ে বসতবাড়িতে বাস

প্রকাশিত: ১৮:৩৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪; আপডেট: ১৮:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪

ট্রলিকে ধাক্কা দিয়ে বসতবাড়িতে বাস

বাস-ট্রলির সংঘর্ষ

শেরপুরের শ্রীবরদীতে যাত্রীবাহী বাস ও কাঠবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষে হামিদুর রহমান (২৬) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১২ জন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান শ্রীবরদী উপজেলার বড়পোড়াগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে ও ট্রলির হেলপার।
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বকশীগঞ্জগামী যাত্রীবাহী মামনি পরিবহনের একটি দ্রুতগামী বাস লাকড়িবাহী ট্রলিকে ধাক্কা দিলে ট্রলিটি পাশের একটি বাড়িতে উঠে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালকের সহযোগী হামিদুর রহমান মারা যান। 

এ সময় আহত হন ট্রলিচালক ও বাসযাত্রীসহ অন্তত ১২ জন। অভিযোগ উঠেছে, যাত্রীবাহী ওই বাসের চালক ঘুমিয়ে থাকায় সহযোগী গাড়ি চালাচ্ছিলেন।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×