ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

তালা ও চার্জলাইটের ব্যাটারিতে স্বর্ণ 

প্রকাশিত: ১৮:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪

তালা ও চার্জলাইটের ব্যাটারিতে স্বর্ণ 

স্বর্ণ 

বড় একটি তালার ভেতরে ও চার্জলাইটের ব্যাটারির ভেতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে লুকিয়ে আনা দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে FZ-0563 ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সকাল ৯টা ৪৮ মিনিটে অবতরণ করে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×