সড়কে আল্পনা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে মাগুরা শহরের পৌনে তিন কিলোমিটার সড়ক সুন্দর আল্পনায় সাজানো হয়েছে। যেন সড়ক পেলো নতুন রূপ। জেলার কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরা মাগুরা -১ আসনের এমপি সাকিব আল হাসানের পৃষ্ঠপোষকতায় এই আল্পনা অংকনের কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আল্পনা অংকনের কাজ। অনেকে তাকিয়ে দেখছেন আল্পনা অংকন । শহরের কেশবমোড়, চৌরঙ্গী মোড়, নোমানী ময়দান সড়ক, কলেজ রোড়, জেলা প্রশাসক কার্যালয়ের এলাকার সড়ক, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা-সহ বিভিন্ন এলাকার তিন কিলোমিটার সড়ক এলাকায় আল্পনা অংকন করা হয়েছে বলে আায়োজক সূত্রে জানা যায়। যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারিতে মাগুরা শহরকে নতুন মাত্রা এনে দিয়েছে।
এসআর