ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ২২:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আজ

বিজয় সরকার

একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিজয় সরকারের জন্মভূমি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামের নিজ বাসভবনে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব উদ্যাপন কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,  বিকেল ৪টা ১৫ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা, বিজয়গীতি পরিবেশনা ও ভাবগানের  আসর। কবিগান পরিবেশনা করবেন প্রভাষ সরকার ও সন্তোষ সরকার।
বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব উদ্যাপন কমিটির সদস্য সুলতান মাহমুদ জানান, বিজয় সরকারের দুই দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
অসা¤প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক, চারণকবি বিজয় সরকার ১৯০২ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মার নাম হিমালয়া দেবী।

×