ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শাহপরী দ্বীপে এলো গুলিবিদ্ধ নারী-সহ ৫ রোহিঙ্গা

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

শাহপরী দ্বীপে এলো গুলিবিদ্ধ নারী-সহ ৫ রোহিঙ্গা

টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে অবস্থান রোহিঙ্গাদের। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীসহ ৫ রোহিঙ্গা এসেছে টেকনাফ শাহপরীদ্বীপ জেটিতে। শনিবার বিকেল ৪টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকায় করে নাফ নদী পার হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে অবস্থান করেন।

টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বার ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে পৌঁছে। খবর পেয়ে বিজিবি (সেখানে) ঘটনাস্থলে যায়। শুনেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এখানে চিকিৎসা নিতে আসেন তারা।

শাহপরীর দ্বীপ জেটি ঘাটে মাছ শিকারী মো. ইউনুছ জানান, বিকেল ৫টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে একটি ছোট নৌকা নিয়ে এক গুলিবিদ্ধ নারী চিকিৎসার জন্য বাংলাদেশে আসেন। সেখানে গুলিবিদ্ধ নারী-সহ ৫ জন রোহিঙ্গা ছিল।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×