ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

ষাট গম্বুজ মসজিদের খতিব মারা গেছেন 

প্রকাশিত: ১৮:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ষাট গম্বুজ মসজিদের খতিব মারা গেছেন 

ষাট গম্বুজ মসজিদের খতিব হেলাল উদ্দিন

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতাব্বর মারা গেছেন। 
 
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। আজ রাত নটায় ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়া দিঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে তাকে সমাহিত করার কথা রয়েছে। 

হেলাল উদ্দিন মাতাব্বর ১৯৯৪ সাল থেকে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ষাট গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মো. জায়েদ বলেন, মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইমাম হেলাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজ রাত নটায় ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে নিজ বাড়িতেই তাকে সমাহিত করা হবে। 

 

এস

সম্পর্কিত বিষয়:

×