ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২০:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৪

ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা।

সাভারে সাবেক ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহেল রানা (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শাহরাইল থেকে সাভার মডেল থানা পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। অভিযোগকারী নারীও ছাত্রলীগের একটি ইউনিটের কমিটিতে ছিলেন।

গ্রেপ্তারকৃত সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাদের গ্রামের বাড়ি পাবনায়। তবে তারা সাভারের চাপাইন এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, সাভারের লালটেক এলাকায় বাদী ও বিবাদী স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করে বসবাস করছিলেন। বিবাদী সোহেল রানা হঠাৎ অন্য এক নারীকে বিয়ে করেন। এ কারণে স্ত্রী পরিচয়ে বসবাস করা নারী সোহেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করে মামলা করেছেন। 

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, ‘এক নারীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×