আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। রাজেন্দ্রপুর সেনানিবাসের বিপসট এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন ও শিক্ষার্থীদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুলতানা দিল মারুফা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুল কাদের মোঃ আশরাফ আল মামুন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।সমাপনী দিনে কয়েকটি ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করা হয়। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাগণ তাদের অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
কলেজের উপাধ্যক্ষ মীর মাহমুদুল হাসান জানান, গত ২৫ জানুয়ারি হতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিষ্ঠানের ১হাজার ৪৪ জন প্রতিযোগী চারটি হাউজে (এগারোসিন্দুর হাউজ, সোনারগাঁ হাউজ, ভাওয়াল হাউজ ও ময়নামতি হাউজ) বিভক্ত হয়ে ৭৫টি ইভেন্ট এর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় এগারোসিন্দুর হাউজ চ্যাম্পিয়ন ও ময়নামতি হাউজ রানার্স আপ হয়।
এস