রণেশ দাশগুপ্তের জন্মবার্ষিকী উপলক্ষে রণেশ দাশগুপ্ত স্মারক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সাহিত্যিক ও সাংবাদিক মার্কসবাদী তাত্ত্বিক রণেশ দাশ গুপ্ত এর ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রণেশ দাশ গুপ্ত স্মারক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বরিশাল বিভাগের আয়োজনে সেমিনারে বিষয় ছিল মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্যতা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি একরামুল কবির।
কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সঙ্গিতা ইমাম, গোলাম সাইদ খান জেলা কমিটির সভাপতি, বরিশাল শাখার সহ-সভাপতি কাজী সোখিনা, সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ কামাল, অধ্যক্ষ শাহিন খলিফা, সুধাংশ কুমার বিশ্বাস বরিশাল শাখার সাধারণ সম্পাদক ও মো. মনিরুজ্জামান বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বরিশাল শাখার উদীচী বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সী।