ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সংসদ প্রাণবন্ত করে তুলবে স্বতন্ত্র এমপিরা

সংবাদদাতা, শিবচর, মাদারীপুর

প্রকাশিত: ১৯:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২৪

সংসদ প্রাণবন্ত করে তুলবে স্বতন্ত্র এমপিরা

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী 

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে। নবনির্বাচিত জাতীয় সংসদের স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ উপনেতা, চিফ হুইপ মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিদর্শন করেন। 

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিতরা।

পরে বিকেলে গোপালগঞ্জ থেকে ঢাকা ফেরার সময় পদ্মা সেতুর পাশে অবস্থিত জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর এমপি এলাকা মাদারীপুর-১ (শিবচর) যা বর্তমানে স্মার্ট শিবচর পরিদর্শন করেন অতিথিরা। পরিদর্শন কালে অতিথিরা দওপাড়ায় চিফ হুইপের পিতা স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) কবর জিয়ারত করেন। 

স্মার্ট শিবচর পরিদর্শনে সম্মানিত  অতিথিরা হলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন এমপি, ডেপুটি স্পীকার শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি, ইকবালুর রহিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ এমপি, মোঃ নজরুল ইসলাম এমপি, সাইমুম সরওয়ার এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমপি।

সম্মানিত অতিথিদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তার নির্বাচনী এলাকা স্মার্ট শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র ঘুরে দেখান। আমন্ত্রিত অতিথিরা স্মার্ট শিবচরকে দেখে শিবচর ও চিফ হুইপের প্রশংসা করেন। 

স্থানীয়দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম,  মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ও সাধারন সম্পাদক এবং প্রমূখ ব্যক্তিবর্গ।

 

এস

সম্পর্কিত বিষয়:

×