ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ইজতেমায় আসার পথে চলন্ত বাসে মুসল্লির মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

প্রকাশিত: ২০:৫৭, ৩১ জানুয়ারি ২০২৪

ইজতেমায় আসার পথে চলন্ত বাসে মুসল্লির মৃত্যু 

ইজতেমা ময়দান।

ব্রাহ্মণবাড়িয়া থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক মুসল্লি অসুস্থতায় চলন্ত বাসে মৃত্যুবরণ করেছেন। মুসল্লির নাম ইউনুস মিয়া (৬০)। বুধবার দুপুরে টঙ্গীর কাছে পূবাইল রোডে এ ঘটনা ঘটে। 

ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউ‌নিয়‌নের ধামাউরা গ্রা‌মের মৃত বুদু মিয়ার ছে‌লে।

ইউনুস মিয়ার সঙ্গে থাকা মুস‌ল্লি মজিবুর রহমান জনকণ্ঠকে জানান, বুধবার সকা‌লে ব্রাহ্মণবাড়িয়া থে‌কে ২৩ মুস‌ল্লির একটি দল ‌নি‌য়ে টঙ্গীর বিশ্ব ইজ‌তেমা আসার পথে মাঠের কাছাকাছি মি‌রের মাজা‌র পার হ‌ওয়ার সময় দুই বার ব‌মি ক‌রেন তি‌নি।

এ অবস্থায় তা‌কে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হাসপাতা‌লে নি‌য়ে আসলে কর্তব‌্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা ক‌রেন।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×