ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চেয়ারম্যানের মারপিটে আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত: ১৮:০৩, ৩০ জানুয়ারি ২০২৪

চেয়ারম্যানের মারপিটে আওয়ামী লীগ নেতা নিহত

নিহত সাবেক চেয়ারম্যান শেখর সিকদার।

পিরোজপুরে বর্তমান ইউপি চেয়ারম্যানের মারপিটে সাবেক চেয়ারম্যান শেখর সিকদার নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শেখর কুমার সিকদার জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করা হয়েছে।

বাজারের ব্যবসায়ী সজল সিকদার বলেন, ‘সকালে শেখর সিকদারের দোকানে গিয়ে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার ৫ লাখ টাকা দাবি করেন। এসময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিঠুন হাওলাদারের লোকজন তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান মিঠুন হাওলাদার তার লোকজনকে দিয়ে শেখর কুমারকে মারধর করেছেন। এতে শেখর কুমার মারা গেছেন।

সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা বলেন, ‘প্রতিপক্ষের মারধরে শেখর সিকদার নামের একজন নিহত হয়েছেন। এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×