ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মা গোসল করতে বলায় শিশুর আত্মহত্যা

প্রকাশিত: ১৬:৫১, ২৪ জানুয়ারি ২০২৪

মা গোসল করতে বলায় শিশুর আত্মহত্যা

মানচিত্র

টাঙ্গাইলের সখীপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া যাদবপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন জানান, তীব্র শীতের কারণে লামিয়া গত কয়েকদিন ধরে গোসল না করায় মঙ্গলবার সকালে তার মা তাকে গোসল করতে বলে। এ সময় মায়ের সঙ্গে তার রাগারাগি হয়। একপর্যায়ে তার মা সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে, লামিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পরও কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরবর্তীতে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×