ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলায় একজন গুলিবিদ্ধ

প্রকাশিত: ১৭:৪০, ২২ জানুয়ারি ২০২৪

মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলায় একজন গুলিবিদ্ধ

আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জে ছাত্রলীগের অন্তর্কোন্দল থেকে হামলার ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের সিপাহীপাড়ায় এই ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- মোহাম্মদ আবিদ হোসেন শোভন (৩০) ও ফরহাদ হোসেন। এদের মধ্যে আবিদ গুলিবিদ্ধ হয়েছেন। তার ভাই ফরহাদ মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রামপাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

ফরহাদ হোসেনের অভিযোগ, তিনি স্কুলে যাওয়ার পথে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ ১০-১২ জন সহযোগীকে নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার ভাই শোভন তাকে রক্ষা করতে এগিয়ে এলে প্রান্ত শেখ পিস্তল ঠেকিয়ে তার পায়ে গুলি করে। চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসকে সমর্থন করায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক প্রান্ত শেখ এই ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কালাম প্রধান জানান, শোভনের বা-পায়ে গুলি লেগেছে।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×