ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ১৬:৩৭, ২২ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৬:৪৩, ২২ জানুয়ারি ২০২৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় শিশুসহ ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

সোমবার বেলা ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় এই ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেন। 

ওসি বলেন, চেচুয়া বাজার থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি মুক্তাগাছা শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

এস

সম্পর্কিত বিষয়:

×