ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

একজন নিখোঁজ

পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ফেরিডুবি ॥ ২০ জন উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ১৭ জানুয়ারি ২০২৪

পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ফেরিডুবি ॥ ২০ জন উদ্ধার

পাটুরিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। বুধবার সকালে মাঝ নদীতে নোঙর করে রাখা ফেরিটি ডুবে যায়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বলেন, তাৎক্ষণিক এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফেরিতে থাকা ২১ জনের মধ্যে ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছে। 
ফেরিটিতে মোট ৯টি ট্রাক ছিল। এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

তখন মাঝ নদীতে আটকে যায় ফেরি রজনীগন্ধা। আরিচা ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ১৬ মিটে খবর পাই, পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ৮টা ২৩ মিনিটে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ঘন কুয়াশায় মাঝ নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ধাক্কা দিলে ফেরিটি ডুবে যায়। রাজধানীর সিদ্দিক বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের আরও ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান আনোয়ারুল হক জানান, উদ্ধার কাজে তাদের টিম কাজ শুরু করেছে। 
ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় সকালে ফেরিটি ডুবে যায়। ৯টি ট্রাকসহ পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল ফেরিটি। এই রুটে ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে সব ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরিডুবির সঙ্গে সঙ্গে সেখানে থাকা স্টাফসহ চালকরা সাঁতরিয়ে তীরে ওঠেন। তবে ফেরিটির দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির (৪৫) নিখোঁজ রয়েছেন। জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফেরিতে থাকা ট্রাকের চালক নাজমুলের দাবি, ফেরিটির তলা ফেটে ডুবে যায়। নাজমুলের ট্রাকসহ আরও ৯টি ট্রাক নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ছেড়ে এলে ঘন কুয়াশার কারণে ফেরিটি পদ্মায় রাত ৩টার দিকে নোঙর করে বাধ্য হয়। বুধবার সকাল ৮টার দিকে তলদেশ ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকে তলিয়ে যায়। পাটুরিয়া ঘাট সংলগ্ন স্থানীয়রা জানান, ভোর রাতের দিকে নদীতে ধাক্কার শব্দ শুনতে পাই। তাদের ধারণা কোনা কিছু ফেরিকে ধাক্কা দিয়েছে।

×