ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পদ্মা সেতুর উত্তর প্রান্তে দুই টন জাটকাসহ আটক ১

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ 

প্রকাশিত: ১৩:৫৪, ১১ জানুয়ারি ২০২৪

পদ্মা সেতুর উত্তর প্রান্তে দুই টন জাটকাসহ আটক ১

মুন্সীগঞ্জের মাওয়া থেকে ২ হাজার টন জাটকা জব্দ করা হয়

পদ্মা সেতুর উত্তর প্রান্তের মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুই টন জাকটা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ এই জাটকা পরিবহনের দায়ে আটক করা হয়েছে ট্রাকটি চালককে। পদ্মা সেতু কোস্টগার্ড স্টশনের কন্টিনজন কমান্ডার সাজেদুল ইসলাম জানান, পদ্মা সেতুর উপর দিয়ে জাটকা ইলিশের বিশাল একটি চালান ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের সূত্র ধরে লৌহজং উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ও কোস্টগার্ডকে সাথে নিয়ে পদ্মা সেতুর উত্তর প্রান্তে অভিযান পরিচালনা রাত ১টার দিকে একটি পিকআপ ভ্যানে ভোলা থেকে দুই টন জাটকা ইলিশ নিয়ে ঢাকা যাবার পথে খান বাড়ির কাছে ট্রাকটি আটক করা হয়। 

আরও পড়ুন :ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে স্বামী-স্ত্রী নিহত

এসময় ট্রাক হতে দুই টন জাকটা ইলিশ জব্দ করা হয়। আটক করা হয়েছে পিক আপ চালককে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হবে।

এদিকে জব্দকৃত জাটকাগুলো বৃহস্পতিবার বিভিন্ন মাদ্রাসার এতিম শিশু ও স্থানীয় গরীব দুঃখীদের মাঝে বিলি করে দেয়া হয়েছে।


 

তাসমিম

×